শনিবার ২৭ জুলাই ২০২৪
বাসাইলে মাটির টপ সয়েল কেটে নেওয়ায় হুমকির মুখে ফসল উৎপাদন
মোহাম্মদ আখতারুজ্জামান রিপন, বাসাইল
প্রকাশ: সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৪, ৭:৫৮ PM
টাঙ্গাইলের বাসাইল উপজেলার বিভিন্ন এলাকায় ইটভাটাসহ বাড়ি নির্মাণে ব্যবহার করা হচ্ছে মাটির টপসয়েল বা মাটির ওপরের অংশ। নির্বিচারে কাটা হচ্ছে ফসলি জমি। এতে করে মাটির জৈব পদার্থ, নাইট্রোজেন, ফসফরাসসহ  প্রয়োজনীয় খাদ্য উপাদান নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। হারিয়ে যাচ্ছে মাটির পুষ্টির সক্ষমতা। ফসল উৎপাদন ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। এক দশক আগেও এ এলাকার কৃষি জমি ছিল ব্যাপক উর্বর। একই জমিতে তিন থেকে চারটি ফসল উৎপাদন করা হতো। সাম্প্রতিক সময়ে ইটভাটা, রাস্তা ও বাড়ি নির্মাণে কৃষির জমির ওপরিস্তরের মাটি কেটে নেওয়া হচ্ছে। এতে করে দিন দিন মাটির উর্বরা শক্তি নষ্ট হয়ে যাচ্ছে। ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে। এখন এসব জমিতে তিন ফসলের স্থলে এক থেকে দুইটি ফসল আবাদ করা যাচ্ছে। কোথাও কোথাও ফলনও বিপর্যয় হচ্ছে।

মৃত্ত্বিকা গবেষণা ইনস্টিটিউটের টাঙ্গাইল আঞ্চলিক কার্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. উৎপল কুমার বলেন, মাটির ওপরের স্তর কেটে নেওয়ায় পুষ্টির উপাদান কমে যাচ্ছে অস্বাভাবিকহারে। মাটি কাটার ফলে শতকরা হিসেবে জৈব পদার্থে ২ দশমিক ৪৯ থেকে কমে শূন্য দশমিক ৯২ এ নেমে আসে। নাইট্রোজেন শূন্য দশমিক ১৪ থেকে কমে শূন্য দশমিক শূন্য ৫ এ নেমে আসে। ফসফরাস ৪ দশমিক ৮২ থেকে কমে ৩ দশমিক ৩৪ এ নেমে আসে। পটাশিয়াম শূন্য দশমিক ১৬ থেকে কমে শূন্য দশমিক শূন্য ৯ এ নেমে আসে। বোরণ শূন্য দশমিক ৪২ থেকে কমে শূন্য দশমিক ২৮ এ নেমে আসে। ক্যালসিয়াম ৬ দশমিক ৩৬ থেকে নেমে ১ দশমিক ২৫ এ নেমে আসে। মাটির গুণাগুণ কমে যাওয়ায় দুশ্চিন্তায় কৃষকও। বাসাইল মধ্যপাড়ার কৃষক শফিকুল ইসলাম রিপন বলেন, পেটে খাবার না থাকলে কোনো উন্নয়নই কাজে লাগবে না। যেভাবে মাটির ওপরের অংশ কেটে নেওয়া হচ্ছে তাতে ফসল উৎপাদন মারাত্মক ব্যাহত হবে। মাটি খেকোদের থামাতে হবে। না হলে বিপদ আসন্ন। বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম বলেছেন, মাটির টপসয়েল কাটা ও শ্রেণি বিন্যাস পরিবর্তনকারীদের বিরুদ্ধে প্রায় প্রতিদিনই অভিযান পরিচালনা করা হচ্ছে।

সারাদেশে বিপুলসংখ্যক মানুষের খাবারের যোগান দিতে মাঝে মাধ্যেই বিদেশ থেকে খাদ্য আমদানি করতে হয়। এ অবস্থায় মাটির উর্বরা শক্তি ধরে রাখতে না পারলে খাদ্য নিরাপত্তা মারাত্মক ঝুঁকিতে পড়বে। এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।

আজকালের খবর/ওআর








সর্বশেষ সংবাদ
‘জন্মদিনে নিজের মৃত্যুসংক্রান্ত পোস্ট লেখার কোনো ইচ্ছা ছিল না’
ঢাকা-বরিশাল রুটে সীমিত পরিসরে লঞ্চ চলাচল শুরু
ডোনাল্ড ট্রাম্পকে জিজ্ঞাসাবাদ করবে এফবিআই
আজ ঢাকাসহ ৪ জেলায় বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল
পরিস্থিতি স্বাভাবিক হলে কারফিউ তুলে নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বাংলাদেশ নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে রুপা-আপসানার প্রস্তাব
রিমান্ড শেষে কারাগারে নুর
ফরিদপুরে ১৪ ঘণ্টার জন্য কারফিউ শিথিল, চলছে যানবাহন
ফেসবুক-টিকটকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি
জাবি শিক্ষকের ‘পদত্যাগ নাটক’
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft