প্রকাশ: সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৪, ১১:৫৬ AM
পশ্চিমা সামরিক জোট ন্যাটো জোটের যে দেশগুলো প্রতিরক্ষা খাতে প্রয়োজনীয় অর্থ দিতে ব্যর্থ হবে,সেসব দেশে রাশিয়াকে হামলা চালাতে উৎসাহ দেবেন ডোনাল্ড ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার (১০ ফেব্রুয়ারি) সাউথ ক্যারোলাইনায় একটি জনসভায় অংশ নিয়ে পশ্চিমা সামরিক জোট ন্যাটো নিয়ে এই মন্তব্য করেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট।
ন্যাটো জোটের সদস্যদেশগুলো এই জোটের কোনো একটি দেশের ওপর হামলা হলে সবাই একযোগে তা প্রতিহত করতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে, নেতৃত্ব দেওয়া যুক্তরাষ্ট্রের সাবেক এই প্রেসিডেন্টের মন্তব্য আলোড়ন তুলেছে।
হোয়াইট হাউস ট্রাম্পের ওই মন্তব্যকে ‘বিস্ময়কর ও কাণ্ডজ্ঞানহীন’ অভিহিত করেছে। অন্যদিকে ন্যাটো প্রধান জেন্স স্টোলটেনবার্গ ট্রাম্পকে তিরস্কার করেছেন।
ট্রাম্পের এমন মন্তব্য জোটের দেশগুলোকে হুমকির মুখে ঠেলে দেবে বলে শঙ্কা প্রকাশ করেন ন্যাটো প্রধান।
ডোনাল্ড ট্রাম্প এ বছর যুক্তরাষ্ট্রের নির্বাচনে রিপাবলিকান দল থেকে প্রার্থিতার দৌড়ে এগিয়ে আছেন। এর আগেও তার প্রথম দফার প্রেসিডেন্টের মেয়াদে ন্যাটো জোটের ঘোর সমালোচনা করেন তিনি। বার বার জোটটি থেকে বের হয়ে যাওয়ার হুমকিও দিয়েছিলেন ট্রাম্প।
অনেক বিশ্লেষক শঙ্কা প্রকাশ করেন, আগামী নির্বাচনে তিনি জয়ী হলে যুক্তরাষ্ট্র জোটটি থেকে বেরিয়ে যেতে পারে।
সূত্র: দ্য গার্ডিয়ান
আজকালের খবর/এসএইচ