শনিবার ২৭ জুলাই ২০২৪
রংপুরের কাছে পাত্তাই পেলো না চট্টগ্রাম
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৪, ৫:৩৩ PM
চলতি বিপিএলের সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছে রংপুর রাইডার্স। এই আসরে রংপুরই দুইশ' ছাড়ানো প্রথম দল। রাইডার্সদের দেওয়া ২১২ রানের টার্গেটে খেলতে নেমে শেষ পর্যন্ত কূলাতে পারেনি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

রংপুরে কাছে ৫৩ রানে হেরে মাঠ ছেড়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। রংপুরের হয়ে দুইটি করে উইকেট নিয়েছেন সাকিব আল হাসান ও জিমি নিশাম।

চট্টগ্রাম নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে করতে পেরেছে ১৫৮ রান। দলটির হয়ে সর্বোচ্চ ৬৩ রানের ইনিংস খেলেছেন সৈকত আলি।  আট ম্যাচে ছয় জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে রংপুর। আর আট ম্যাচে পাঁচ জয় পাওয়া রংপুর আছে তিনে।

শুরুতে ব্যাট করে রেজা হেনড্রিকস, সাকিব আল হাসান, আর জিমি নিশামদের লড়াইয়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ২১২ রানের টার্গেট দেয় রংপুর।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২৭ তম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২১১ রান সংগ্রহ করে রংপুর রাইডার্স।  

রনি তালুকদার-হেনড্রিকসের ৪১ বলে ৬১ রানের জুটিতে ভালো শুরু করে রংপুর। তিনে নেমে সাকিবও ঝোড়ো শুরু করেন। হেনড্রিকসের সঙ্গে গড়েন ৬০ রানের জুটি। ১৬ বলে ২৭ রান করেন এই অলরাউন্ডার।  

অপরপ্রান্তে ব্যাট করা রিজা পঞ্চাশ পূর্ণ করেন ৩৬ বলে। এরপর বেশিক্ষণ টেকেননি। ৪১ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৫৮ রান করে হারান উইকেট। চতুর্থ উইকেটে দারুণ এক জুটি গড়েন নুরুল হাসান সোহান ও জিমি নিশাম। ৪৬ বলে তাদের ৮৯ রানের অপরাজিত জুটিতে আসরে প্রথমবারের মতো দুইশ ছাড়ানো সংগ্রহের দেখা মিলল।  

২৬ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৫১ রান করে অপরাজিত থাকেন নিশাম। সোহান খেলেন ২১ বলে ৩১ রানের অপরাজিত ইনিংস। চট্টগ্রামের হয়ে জোড়া উইকেট নেন সালাউদ্দিন সাকিল। একটি উইকেট পান নিহাদুজ্জামান।

আজকালের খবর/বিএস 








সর্বশেষ সংবাদ
দিল্লিকে মমতার পাল্টা জবাব, ‘আমাকে শেখাতে আসবেন না’
অলিম্পিকে টিকে থাকার লড়াইয়ে আজ মাঠে নামছে আর্জেন্টিনা
রাশিয়ার সাবেক প্রতিরক্ষা উপমন্ত্রী বুলগাকভ গ্রেপ্তার
এবার ক্ষতিগ্রস্ত সেতু ভবন পরিদর্শনে প্রধানমন্ত্রী
অর্থনীতিকে পঙ্গু করতেই সহিংসতা চালানো হয়েছে: প্রধানমন্ত্রী
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বাংলাদেশ নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে রুপা-আপসানার প্রস্তাব
রিমান্ড শেষে কারাগারে নুর
ফেসবুক-টিকটকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি
জাবি শিক্ষকের ‘পদত্যাগ নাটক’
নরসিংদী কারাগারের লুট হওয়া ৪৫ অস্ত্র উদ্ধার, আরেক জঙ্গি গ্রেপ্তার
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft