শনিবার ২৭ জুলাই ২০২৪
সিলেটকে ১৫৪ রানের টার্গেট দিলো খুলনা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৪, ৩:৫৪ PM
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে বাঁচা-মরার লড়াইয়ে খুলনা টাইগার্সের মুখোমুখি হয়েছে সিলেট স্ট্রাইকার্স। প্রথমে ব্যাট করে এনামুল হক বিজয় ও হাবিবুর রহমান সোহানের ব্যাটিং ঝড়ে টুর্নামেন্টের বর্তমান রানার্সআপ সিলেটকে ১৫৪ রানের টার্গেট দিয়েছে খুলনা।

শুক্রবার (ফেব্রুয়ারি) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ৩ উইকেট হারিয়ে ১৫৪ রান সংগ্রহ করে খুলনা টাইগার্স। দলের হয়ে সর্বোচ্চ ৬৭ রানের অপরাজিত ইনিংস খেলেন অধিনায়ক এনামুল হক বিজয়।

টস জিতে ব্যাটিং নেমে ওপেনিং জুটিতে ভালো শুরু পায় খুলনা। তবে ইনিংসের তৃতীয় ওভারে সামিত প্যাটেলের বরে ১২ রানে আউট হন এভিন লুইস। তিনে নামা আফিফ হোসেন মারমুখী রূপ ধারণ করেন। পাওয়ার প্লেতে স্কোরবোর্ডে ৪৬ রান জমা করে টাইগার্স বাহিনী। ইনিংসের ৮ম ওভারে বেনি হাওয়েলের বলে ৩ চার ও ১ ছক্কায় ২৪ রানে বিদায় নেন আফিফ। মাহমুদুল হাসান জয়ও ১ রানের বেশি করতে পারেননি। দলীয় ৫৪ রানে ৩ উইকেট হারানো খুলনার শঙ্কায় ছিল অল্পতে গুটিয়ে যাওয়ার।

চলতি বিপিএলে আরো একবার খুলনাকে টেনে তুলেন অধিনায়ক বিজয়। প্রতিযোগিতায় তৃতীয় ফিফটির দেখা পেয়েছেন তিনি। শেষদিকে বিজয়কে সঙ্গ দেওয়া হাবিবুর রহমান সোহানও তাণ্ডব চালিয়েছেন সিলেটের বোলারদের ওপর। ৩০ বলে ৪৩ রানের অনবদ্য ইনিংস খেলেন এই হার্ডহিটার ব্যাটার। অধিনায়ক বিজয় ৫৮ বলে ৬৭ রানের অধিনায়কোচিত ইনিংস খেলেন। আর তাতেই সিলেটের বিপক্ষে খুলনার রান দাঁড়ায় ৩ উইকেটে ১৫৩।

ছয় ম্যাচে চার জয় নিয়ে পয়েন্ট টেবিলের চারে আছে খুলনা। আর ৭ ম্যাচে এক জয় পাওয়া সিলেট আছে পয়েন্ট টেবিলের তলানিতে।

আজকালের খবর/এসএইচ








সর্বশেষ সংবাদ
শিগগিরই খুলছে না ঢাকা বিশ্ববিদ্যালয়: উপাচার্য
দিল্লিকে মমতার পাল্টা জবাব, ‘আমাকে শেখাতে আসবেন না’
অলিম্পিকে টিকে থাকার লড়াইয়ে আজ মাঠে নামছে আর্জেন্টিনা
রাশিয়ার সাবেক প্রতিরক্ষা উপমন্ত্রী বুলগাকভ গ্রেপ্তার
এবার ক্ষতিগ্রস্ত সেতু ভবন পরিদর্শনে প্রধানমন্ত্রী
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বাংলাদেশ নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে রুপা-আপসানার প্রস্তাব
রিমান্ড শেষে কারাগারে নুর
ফেসবুক-টিকটকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি
জাবি শিক্ষকের ‘পদত্যাগ নাটক’
নরসিংদী কারাগারের লুট হওয়া ৪৫ অস্ত্র উদ্ধার, আরেক জঙ্গি গ্রেপ্তার
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft