শনিবার ২৭ জুলাই ২০২৪
বিএনপি নেতা কাইয়ুমকে দেশে পাঠাতে মালয়েশিয়ার হাইকোর্টের স্থগিতাদেশ
মালয়েশিয়া থেকে
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি, ২০২৪, ৪:২৮ PM আপডেট: ১৮.০১.২০২৪ ৪:৩১ PM
বিএনপি কেন্দ্রীয় কমিটির ক্ষুদ্র ঋণবিষয়ক সম্পাদক এম এ কাইয়ুমকে বাংলাদেশে ফেরত পাঠানোর আদেশ স্থগিত করেছে মালয়েশিয়ার হাইকোর্ট। একই সঙ্গে স্থগিত আদেশ অভিবাসন বিভাগকে নিশ্চিত করতে বলা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে এই স্থগিতাদেশ দেওয়া হয়।

আইনজীবী কি শু মিন বলেছেন, বিজ্ঞ আদালত কাইয়ুমের মামলার আবেদনের শুনানির বিচারক ৫ এপ্রিল দিন ধার্য করেছেন। অন্যথায় তার আটকের আবেদন অবৈধ হিসেবে বিবেচিত হবে। বিচারের আগে, হাইকোর্ট আজ সরকারকে তার সম্পূরক হলফনামা ২ ফেব্রুয়ারি এবং কাইয়ুমকে ১ মার্চ পাল্টা জবাব দাখিল করার নির্দেশ দিয়েছে।

তিনি বলেন, ২২ মার্চ উভয়পক্ষ একসঙ্গে তাদের লিখিত বক্তব্য জমা দেওয়ার আগে সরকারকে ১৫ মার্চ নিশ্চিতকরণ ফাইল করার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল।

এদিকে, সুয়ারামের নির্বাহী পরিচালক সেভান ডোরাইসামি আজ এক বিবৃতিতে বলেছেন, ১২ জানুয়ারি মালয়েশিয়ার পুলিশ এবং বাংলাদেশের জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) দ্বারা পরিচালিত যৌথ অভিযানে কাইয়ুমকে আমপাং-এ তার বাসভবন থেকে গ্রেফতার করা হয়েছিল।

সেভান বলেন, কাইয়ুমকে আটকের পর আমপাং জায়া জেলা পুলিশ সদর দপ্তরে রাখা হয়। পরে পুত্রজায়ার ইমিগ্রেশন বিভাগের সদর দপ্তরে পাঠানো হয়েছে।

গতকাল কাইয়ুমের পক্ষের আইনজীবী সেভান দাবি করেছেন, তার এই গ্রেফতার রাজনৈতিক প্রতিহিংসা। কাইয়ুম ২০১৫ সাল থেকে সেকেন্ড হোম প্রোগ্রামের অধীনে বসবাস রয়েছেন এবং জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর) দ্বারা তালিকাভুক্ত একজন শরণার্থী।

উল্লেখ্য, ২০১৫ সাল থেকে মালয়েশিয়ার আশ্রয়ে বসবাস করছেন এমএ কাইয়ুম। গত ১২ জানুয়ারি দুপুরে মালয়েশিয়ায় তার বাসার সামনে থেকে তাকে আটক করা হয়।

আজকালের খবর/ওআর








সর্বশেষ সংবাদ
পরিস্থিতি স্বাভাবিক হলে কারফিউ তুলে নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
একদফা দাবিতে জাতীয় ঐক্যের আহ্বান বিএনপির
কোটা আন্দোলনের তিন সমন্বয়ক ডিবি হেফাজতে
পাকিস্তানের বিপক্ষে রুদ্ধশ্বাস জয়ে ফাইনালে শ্রীলঙ্কা
ঢাকায় ২০৯ মামলায় গ্রেপ্তার ২৩৫৭
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বাংলাদেশ নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে রুপা-আপসানার প্রস্তাব
রিমান্ড শেষে কারাগারে নুর
ফেসবুক-টিকটকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি
জাবি শিক্ষকের ‘পদত্যাগ নাটক’
ফরিদপুরে ১৪ ঘণ্টার জন্য কারফিউ শিথিল, চলছে যানবাহন
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft