শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
সরকারি স্কুলের গাছ কেটে নিলেন প্রধান শিক্ষক
আব্দুল কুদ্দুছ সরকার, পীরগাছা (রংপুর)
প্রকাশ: শনিবার, ২৭ মে, ২০২৩, ৫:৪০ PM
সরকারি বিধি লঙ্ঘন করে নিলাম ছাড়াই স্কুলের গাছ কেটে নিলেন প্রধান শিক্ষক। কারণ ছাড়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিশাল আকারের জীবিত গাছ কাটায় স্থানীয়রা বাধা দিলেও কর্ণপাত করেননি প্রধান শিক্ষক। উপজেলা নির্বাহী অফিসারের মৌখিক নির্দেশে গাছ কাটার বিষয়টি নিশ্চিত করেন প্রধান শিক্ষক নুরুজ্জামান মন্ডল। ঘটনাটি রংপুরের পীরগাছা উপজেলার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। 

সরেজমিনে দেখা যায়, গতকাল শুক্রবার সপ্তাহিক ছুটির দিনে পীরগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুজ্জামান মন্ডল নিজে উপস্থিত থেকে কর্মরত প্রতিষ্ঠানের বিশাল আকারের মেহগনি গাছ কাটাচ্ছেন। 

তাকে জিজ্ঞাসা করা হলে তিনি আজকালের খবরের প্রতিনিধিকে বলেন, উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে আমি গাছ কাটাচ্ছি। 

স্থানীয় জাহিদ এবং আব্দুল আহাদ বলেন, প্রধান শিক্ষক নুরুজ্জামান মন্ডল মডেল স্কুলে যোগদানের পর হতে বিভিন্ন অনিয়মে জড়িয়েছেন। সর্বশেষ তিনি জীবিত ও স্বাভাবিকভাবে অবস্থান করা গাছ ঝুকিপূর্ন ও মৃতুর ভয় দেখিয়ে নিলাম ছাড়াই কেটে নেওয়ায় কোমলমতি শিক্ষর্থীরা প্রাকৃতিক ছায়া ও অক্সিজেন বঞ্চিত হওয়ায় আমরা ন্যায় বিচার প্রত্যাশা করছি। কারণ এ মহুর্তে লাগাম টেনে না ধরলে প্রধান শিক্ষক নুরুজ্জামান মন্ডল গাছ শুন্য করে ফেলবেন বিভিন্ন কৌশল অবলম্বন করে। তিনি তার পূর্ববর্তী বিদ্যালয়ের জমি সুকৌশলে অবৈধ্যভাবে লিজ দিয়েছেন এসএমসির রেজুলেশন কওে, যা এখনো লিজ মুক্ত হয়নি। 

উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হক সুমন বলেন, প্রধান শিক্ষক মরা ও অত্যান্ত ঝুকিপূর্ন দেখিয়ে একটি আবেদন করায় নিলাম ছাড়াই তাকে গাছ কাটার অনুমতি দিয়েছি। 

জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন বলেন, বিধি মোতাবেক নিলাম হবে। টাকা জমা হবে, তারপর গাছ কাটতে হবে। 

আজকালের খবর/ওআর








সর্বশেষ সংবাদ
পাবনায় ‘শুল্ক ফাঁকি’ দেওয়া ২৪২ মেট্রিকটন ভারতীয় চিনি জব্দ
বাবা-মা-দাদির পরে চলে গেল লামিয়াও
ক্ষেপণাস্ত্র হামলার তথ্য নাকচ করল ইরান
‘যারা নুন-ভাতের চিন্তা করতে পারত না তারা মাছ-মাংসের চিন্তা করে’
ঢাকাসহ ৬ বিভাগে ঝড়বৃষ্টির পূর্বাভাস
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সোমেশ্বর অলির কথায় নতুন গানের মিউজিক ভিডিও ‘তুমি আমার কে’
ফেনীতে পাঁচতলার সিড়ি থেকে পড়ে প্রবাসীর মৃত্যু
ঈদ কন্টিনিউশনে এগিয়ে গেল ‘লিপস্টিক’
ফরিদপুরে কৃষককে অপহরণের পর মুক্তিপণ দাবি, একদিন পর উদ্ধার
বামনডাঙা নদীর জমি সরকারের নামে লিপিবদ্ধ করার দাবিতে আবেদন
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft