প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩, ৯:৩০ PM

বৈশ্বিক ইংরেজির কেন্দ্রসমূহঃ সমকালীন দক্ষিণ এশিয়ার ইংরেজি ভাষাসমূহের বিবর্তনের প্রায়োগিক বিশ্লেষণ শীর্ষক গবেষণা প্রকল্প সম্পাদনের উদ্দেশ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এসেছেন জার্মান গবেষক কারোলা শ্মিট। তিনি জার্মানির ইউস লীবিক বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের অধীনে ভাষাবিজ্ঞান বিষয়ে পিএইচডি গবেষক এবং প্রশিক্ষক হিসেবে কাজ করছেন।
বৃহস্পতিবার (২৫ মে) বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের সভাপতি সাবেরা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোলা শ্মিট এবছরের ২৪ মে থেকে ৩ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে অবস্থান করবেন এবং তার গবেষণা সম্পাদনের জন্য ইংরেজি বিভাগের ১৩৭ নং কক্ষ ব্যবহার করবেন এবং বিভাগে রিসার্চ স্টে স্কলার হিসেবে কাজ করবেন। অবস্থানকালীন সময়ে তিনি ইংরেজি বিভাগে আগামী ২৯ মে দুপুর ২ টায় "Variationist. Sociolingusitics" বিষয়ের উপর একটি সেমিনার প্রদান করবেন এবং ৩১ জুন দুপুর ২ টায় "Corpus Linguistics" বিষয়ে একটি কর্মশালা সম্পাদন করবেন। এছাড়াও তিনি ইংরেজি বিভাগের ক্লাসরুম পর্যবেক্ষণ করবেন এবং বিশ্ববিদ্যালয়ের ভাষা শিক্ষা কেন্দ্রের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে গবেষণার প্রাসঙ্গিক বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন।
গবেষণা প্রকল্পের বিষয়ে কারোলা শ্মিট বলেন, এই গবেষণা প্রকল্প মূলত একটি বৃহত্তর প্রাণের অংশ হিসেবে বাংলাদেশে ব্যবহৃত ইংরেজি ভাষার মৌখিক রুমের বিভিন্ন ধরণকে বোঝার চেষ্টা করবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমার এই গবেষণাকালীন অবস্থান আমাকে স্থানীয় গবেষণার ধরণ বুঝতে সাহায্য করবে এবং সরাসরি কাজের মাধ্যমে সংগৃহীত তথ্যসমূহ আমাকে বাংলাদেশি। ইংরেজির উপরে ভবিষ্যতে আরো বিস্তর আঙ্গিকে কাজ করার সুযোগ করে দেবে।
আজকালের খবর/বিএস