প্রকাশ: বুধবার, ২৪ মে, ২০২৩, ৭:১৯ PM

প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচন রাত পোহালেই ভোট গ্রহণ শুরু হবে। এ নির্বাচনে ৫জন প্রার্থী প্রতিযোগিতায় থাকলেও মাঠে দেখা যাচ্ছেনা জাপার প্রার্থী আতাউর রহমানকে। এ উপজেলায় পুরুষ ভোটার ৯৫ হাজার ৩২৩ ও নারী ভোটার ৯৩ হাজার ৭১৬ জন। ৮৯টি ভোট কেন্দ্রে ইভিএম ভোটিং মেশিনের মাধ্যমে ভোট দেবেন ভোটাররা।
এলাকার বিভিন্ন ইউনিয়ন ঘুরে ভোটারদের সাথে আলাপ করে জানা যায় এবারের নির্বাচনী পরিবেশে এখনো তেমনভাবে তৈরি হয়নি। ভোটারদের মনে হতাশার সুর! ভোট দিয়ে কিলাভ পছন্দের প্রার্থী যদি নির্বাচিত করতে না পারি। প্রচার প্রচারণায় ও গণসংযোগ ও ভোটারদের মতামতে এগিয়ে রয়েছেন স্বতন্ত্র হেভিওয়েট প্রার্থী তালহা আলম। তবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রার্থী নুরুল ইসলাম দলীয় নেতাকর্মীদের নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ব্যাস্ত সময় পার করছেন। এদিকে বসে নেই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হারুন রাশীদ। সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে জয়ী হওয়ার চেষ্টা করছেন তিনি। অন্যদিকে আব্দুল কাইয়ুম কামালী খেজুর গাছ প্রতীক নিয়ে সাবেক সংসদ শাহীনুর পাশা চৌধুরীকে নিয়ে চষে বেড়াচ্ছেন উপজেলার বিভিন্ন অলিগলি। শেষ সময়ে মাঠে কাজ করতে দেখা যাচ্ছে জাপা প্রার্থী আতাউর রহমান আলতাবকে।
অধিকাংশ ভোটাররা বলেছেন ৫ প্রার্থীর সবাই জয়ের ব্যাপারে আশাবাদী। তবে সকল দলের ভোটারদের পছন্দের প্রার্থীর চেয়ে এগিয়ে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী সৈয়দ তালহা আলম।
মাসুদ আহমেদ নামে কলকলিয়া ইউনিয়নের এক ভোটার জানান সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন হলে স্বতন্ত্র প্রার্থী তালহা আলমের বিজয় নিশ্চিত হবে।
নির্বাচনকে সামনে রেখে জগন্নাথপুর উপজেলাবাসী ও সচেতন মহলের একটাই প্রত্যাশা সৎ, যোগ্য ও কর্মট প্রার্থী নির্বাচিত হলে উন্নয়নের বাধভাঙ্গা জোয়ারে ভাসবে দেশ, সমৃদ্ধ হবে জগন্নাথপুর উপজেলা।
এ ব্যাপারে জেলা নির্বাচন কর্মকর্তা মুরাদ উদ্দিন হাওলাদার বলেন, অবাধ ও সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন করতে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
জগন্নাথপুর ও শান্তিগঞ্জ সার্কেল এএসপি শুভাশিস ধর বলেন, জগন্নাথপুর উপজেলার উপ নির্বাচনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ভোট গ্রহণ করতে
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বিহিনীর সবরকম প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। ভোট কেন্দ্রে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে।
আজকালের খবর/একে