সোমবার ২৯ মে ২০২৩
রাজধানীতে পুলিশ-বিএনপির ধাওয়া-পাল্টা ধাওয়া, বাসে আগুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৩ মে, ২০২৩, ৫:০৩ PM
পূর্ব ঘোষিত পদযাত্রা কর্মসূচিকে ঘিরে রাজধানীর সায়েন্সল্যাবে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় একটি বিআরটিসি বাসেও অগ্নিসংযোগ করা হয়েছে। পরে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। 

এ ঘটনায় বিএনপির সভাপতি শেখ রবিউল আলম রবিসহ আরও অনেককেই আটক করা হয়েছে বলে বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে।

মঙ্গলবার (২৩ মে) বিকেল ৪টার কিছু আগে সায়েন্সল্যাবের সিটি কলেজের সামনে ওই ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একই সময় একটি বিআরটিসি বাসে কে বা কারা অগ্নিসংযোগ করে।
এর আগে ধানমন্ডি আবাহনী মাঠের কাছ থেকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পদযাত্রা শুরু হয়। পদযাত্রাটি সিটি কলেজের সামনে এলে তাতে বাধা দেয় পুলিশ। পরে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।

মঙ্গলবার বর্তমান সরকারের পদত্যাগ দাবি ছাড়াও নেতাকর্মীদের গ্রেফতার, গায়েবি মামলা ও হত্যার প্রতিবাদ এবং নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারসহ ১০ দফা দাবিতে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তরের পক্ষ থেকে ওই পদযাত্রা কর্মসূচির আয়োজন করা হয়। ফলে দুপুরে নির্ধারিত সময়ের আগেই নেতাকর্মীরা ওই এলাকায় এসে জড়ো হতে শুরু করেন। এ সময় ধানমন্ডি এলাকার সড়ক ও ফুটপাতে অবস্থান নিয়ে তারা বিভিন্ন স্লোগান দেন।

তবে বিকেল সাড়ে ৩টায় পদযাত্রা শুরুর কথা থাকলেও দুপুর ১টার পর থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতাকর্মীরা ধানমন্ডিতে জড়ো হতে থাকেন। 

আজকালের খবর/বিএস 








সর্বশেষ সংবাদ
ড. মোমেনের সঙ্গে চীনা ভাইস মিনিস্টারের বৈঠক
বিশ্বনেতাদের অভিনন্দনে ভাসছেন এরদোয়ান
দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে বাংলাদেশ-চীন আরও মনোযোগী হওয়া উচিত: প্রধানমন্ত্রী
রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে আন্তর্জাতিক প্রতিশ্রুতির আহ্বান প্রধানমন্ত্রীর
বাংলাদেশকে দ্বিতীয় সর্বোচ্চ ঋণের প্রতিশ্রুতি জাইকার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
তর্কবিতর্কের পরই বিষপান, প্রাণ গেল রিতার
ফেনীতে ১৪৪ বোতল ফেনসিডিলসহ আটক ২
জাতির পিতার সমাধিতে গাজীপুরের নতুন মেয়রের শ্রদ্ধা
কমিটি অনুমোদনের পাঁচদিন পরেই স্থগিত
সীতাকুণ্ডে যুবলীগের বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft