প্রকাশ: রবিবার, ২১ মে, ২০২৩, ৭:০৮ PM

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে আরও ৩৩ জন এই সময়ের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন।
রবিবার (২১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্যে এই কথা জানানো হয়েছে।
এতে বলা হয়, চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ১৩ জন। নতুন ৩৩ জনসহ এ বছর ডেঙ্গু আক্রান্তের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪৪৭ জনে। এর মধ্যে ঢাকায় ৮৯৪ জন এবং ৫৫৩ জন ঢাকার বাইরের।
স্বাস্থ্য অধিদফতর জানায়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ১৫১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১২৫ জন এবং অন্যান্য বিভাগে ২৬ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।
অন্যদিকে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২৮৩ জন। এর মধ্যে ঢাকায় ৭৫৯ ও ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ৫২৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
আজকালের খবর/ওআর