প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩, ৮:২৭ PM

ভূমিকম্পের ঝুঁকি বিবেচনায় রাজউক কতৃর্ক ভেঙে ফেলার সুপারিশকৃত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মীর মশাররফ হোসেন হল ভাঙার কোনো পরিকল্পনা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নেই।
বৃহস্পতিবার (১৮ মে) দুপুর আড়াইটায় অধিকতর উন্নয়ন প্রকল্প ইস্যুতে শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের মতবিনিময় সভায় এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাশেদা আখতার।
তিনি বলেন, রাজউক থেকে মীর মশাররফ হোসেন হল ভাঙার ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে। আরও কয়েকটি ভবনের অবস্থাও নাজুক। এমতাবস্থায় কোনো ভবন ভাঙতে হলে গণপূর্ত অধিদপ্তরের অনুমতি লাগবে। তবে আপাতত মীর মশাররফ হোসেন হল ভাঙার কোনো পরিকল্পনা প্রশাসনের নেই।
তিনি আরও বলেন, অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় নতুন তিনটি একাডেমিক ভবন ও একটি প্রশাসনিক ভবন নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ২০২২ সালের ডিসেম্বরে দ্বিতীয় ধাপের কাজ শেষ হওয়ার কথা থাকলেও পরবর্তীতে বাড়িয়ে ২০২৪ সালের ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে কাজ সম্পন্ন করতে না পারলে টাকাটা ফেরত যাবে। এতে করে শিক্ষার্থীদেরই ক্ষতি হবে।
এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. শেখ মো. মনজুরুল হক, রেজিস্টার (চুক্তিভিত্তিক) রহিমা কানিজ, প্রকল্প পরিচালক নাসির উদ্দিনসহ বিভিন্ন অনুষদের ডিন এবং শিক্ষক, কর্মকতা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আজকালের খবর/ওআর