শনিবার ১৯ এপ্রিল ২০২৫
মান্দায় ট্রাক্টরের চাপায় চালক নিহত
জিল্লুর রহমান, মান্দা (নওগাঁ)
প্রকাশ: শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:১১ PM
নওগাঁর মান্দায় বালুবাহী ট্রাক্টরের নিচে চাপা পড়ে আনোয়ার হোসেন (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শুক্রবার বেলা ১১টার দিকে ফেরিঘাট ট্রাকস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আনোয়ার হোসেন নওগাঁ সদর উপজেলার হাজীর আমবাগান এলাকার বাসিন্দা। তিনি পেশায় ট্রাক্টরের চালক। 

জানা গেছে, নিহত আনোয়ার হোসেন বানডুবি এলাকা থেকে ট্রাক্টরে বালু ভর্তি করে নিয়ামতপুর উপজেলার কালামারা এলাকায় যাচ্ছিলেন। পথে ফেরিঘাট ট্রাকস্ট্যান্ড এলাকায় রাস্তার ধারে ট্রাক্টরটি চালু অবস্থায় রেখে পস্রাব করার জন্য রাস্তার নিচে যান। ট্রাক্টরটি সঠিকভাবে না রাখায় সেটি গড়িয়ে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর এ আলম সিদ্দিকী বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আজকালের খবর/ওআর