শিরোনাম: |
কলকাতায় জাদুঘরে গোলাগুলি, নিহত এক
আর্ন্তজাতিক ডেস্ক
|
![]() ওই প্রতিবেদনে বলা হয়েছে, জাদুঘরের কাছে সিআইএসএফ ইউনিটের ব্যারাক লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে। কর্তব্যরত সহকর্মীদের লক্ষ্য করে সিআইএসএফের এক সদস্য গুলি চালিয়েছেন বলে জানা গেছে। ওই সদস্য পুলিশের গাড়ি লক্ষ্য করেও গুলি ছোড়ে। এতে ওই গাড়ির চালকসহ বেশ কয়েকজন পুলিশ সদস্যও আহত হয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত সিআইএসএফের ওই সদস্য ভেতরেই ছিলেন বলে এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল ঘটনাস্থলে পৌঁছেছেন। সেখানে অন্তত ১৫ রাউন্ড গুলি ছোড়া হয়েছে বলে দাবি করেছেন তিনি। প্রসঙ্গত, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স বা সিআইএসএফ ২০১৯ সালের ডিসেম্বরে জাদুঘরের সশস্ত্র নিরাপত্তার দায়িত্ব নেয়। কলকাতার প্রাণকেন্দ্রে অবস্থিত ওই জাদুঘরটি প্রাদেশিক সাংস্কৃতিক মন্ত্রণালয়ের কাছে অবস্থিত একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। আজকালের খবর/ওআর |