প্রকাশ: শনিবার, ৬ আগস্ট, ২০২২, ৪:৫৫ PM
এনিগমা মাল্টিমিডিয়ার নিয়মিত আয়োজন ‘আজ গানের দিন’র এবারের শিল্পী রাকিবা ইসলাম ঐশী। অনুষ্ঠানটির চতুর্থ পর্ব যথারীতি রবিবার (৭ আগস্ট) রাত ১০টায় সরাসরি সম্প্রচারিত হবে। এনিগমার ফেসবুক পেজ ও ইউটিউবে উপভোগ করা যাবে ‘আজ গানের দিন’। অনুষ্ঠানে শিল্পী তার নিজের ও শ্রোতাদের প্রিয় গানগুলো গেয়ে শোনাবেন।
ঐশীর জন্ম ২২ জানুয়ারি সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বাদাঘাট গ্রামে। তিনি মো. রফিকুল ইসলাম ও আতিফা ইসলাম সাথী দম্পতির একমাত্র সন্তান। শৈশবে ঐশী তার ছোট খালাকে অনুকরণ করে গান গাওয়ার চেষ্টা করতেন এবং একসময় তার কাছেই গান শেখা শুরু করেন। পরে গানের সারগাম রপ্ত করেন সুনামগঞ্জের জামালগঞ্জের স্বর্গীয় গৌরাঙ্গ চন্দ্র বণিকের কাছে। এরপর তালিম নেন সুনামগঞ্জের দেবদাস চৌধুরী রঞ্জনের কাছে।
জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে অনেক পুরস্কার পেয়েছেন ঐশী। তবে ২০১৭ সালের ‘চ্যানেল আই সেরাকণ্ঠ’ প্রতিযোগিতায় অংশ নিয়ে তার প্রাপ্তি পূর্ণতা পায়। বর্তমানে টেলিভিশনের পর্দায় ও ডিজিটাল মিডিয়ায় নিয়মিত গাইছেন উজ্জ্বল প্রতিভাময়ী এ শিল্পী।
ঐশী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করে বর্তমানে স্নাতকোত্তরে অধ্যয়নরত। আর গানের তালিম নিচ্ছেন আচার্য রেজওয়ান আলী লাভলুর কাছে। বড় শিল্পী হওয়ার স্বপ্ন তার। গানকে সঙ্গী করে কাটিয়ে দিতে চান সারাজীবন।
আজকালের খবর/আরইউ