শিরোনাম: |
শ্রীপুরে গাঁজা বহনকারী ট্রাকসহ আটক দুই
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
|
![]() গেপ্তারকৃতরা হলো রাজশাহী জেলার দুর্গাপুর থানার শালঘড়িয়া গ্রামের মৃত তাহের মোল্লার ছেলে নাজমুল ও একই জেলার বিলপুকুর থানার ভাংরা গ্রামের খলিলুর রহমানের ছেলে মমিন আলী। মেজর এ এস এম মাঈদুল ইসলাম জানান, বৃহস্পতিবার বিকেলে পোড়াবাড়ী ক্যাম্পের র্যাবের একটি দল গোপন সংবাদ জানতে পারে একটি ট্রাক যোগে কুমিল্লা থেকে গাঁজার বড় একটি চালান গাজীপুর হয়ে ময়মনসিংহের দিকে যাচ্ছে। সংবাদ পাওয়া মাত্রই র্যাবের একাধিক টিম ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নজরদারি বৃদ্ধিসহ চেকপোস্ট বসানো হয়। এসময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার এলাকার সাহাবুদ্দিন সুপার মার্কেটের সামনে বসানো চেকপোস্টে ঢাকামেট্টো ট-২২৮২২৫ নম্বরের একটি ট্রাককে চ্যালেঞ্জ করে তল্লাশি চালানো হয়। এসময় ২০ কেজি গাঁজাসহ গাঁজা বহনে বিশেষ কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও ১৭হাজার টাকা উদ্ধার করা হয়। তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা গাঁজা পরিবহনে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করে এবং দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা মূল্যে গাঁজা বিক্রি করতো বলে জানায়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও তিনি জানান। আজকালের খবর/ওআর |