শিরোনাম: |
গুচ্ছভর্তি পরীক্ষার্থীদের জন্য শাটল বাস দিচ্ছে যবিপ্রবি
এ টি এম মাহফুজ, যবিপ্রবি
|
![]() বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ঝ ঞ গুচ্ছভর্তি পরীক্ষা ২০২১-২২ উপলক্ষে ৩০ জুলাই সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত যশোর শহরের মনিহার এলাকা থেকে ক্যাম্পাস এবং চাঁচড়া এলাকা থেকে ক্যাম্পাস পর্যন্ত শাটল বাস (বড় বাস ও দ্বিতল বাস) সার্ভিস চালু থাকবে। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, পরীক্ষা শেষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য দুপুর ১টা ৪০ মিনিটে ক্যাম্পাস থেকে শহরের মনিহার এলাকা এবং ক্যাম্পাস থেকে শহরের চাঁচড়া এলাকা পর্যন্ত এ শাটল বাস (বড় বাস ও দ্বিতল বাস) সার্ভিস চালু থাকবে। এদিন শিক্ষক-কর্মকর্তাদের জন্য সকাল ৮টা ২৫ মিনিটে এবং ৯টা ২৫ মিনিটে ‘মধুমতী, কপোতাক্ষ ও ভৈরব’ মিনি বাস ও কর্মচারীদের সকালের ট্রিপ পূর্বের সময় অনুযায়ী নিজ নিজ রুট অনুযায়ী ক্যাম্পাসের উদ্দেশ্যে ছেড়ে আসবে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শাটল বাস সার্ভিস চালু করায় স্বস্তি প্রকাশ করেছেন পরীক্ষার্থী ও অভিভাবকরা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন। আজকালের খবর/ এসজি |