শিরোনাম: |
কোটালীপাড়ায় দুই গ্রুপের আধিপত্য বিস্তারে ভ্যানচালক আহত
কামরুল হাসান, কোটালীপাড়া
|
![]() স্থানীয় সিরাজুল শেখ, মামুন শেখ, তুহিন শেখ, জয় শেখ, এনায়েত শেখ বলেন, মামুন শেখ ও ইলিয়াস শেখের মধ্যে দীর্ঘদিন ধরে রাধাগঞ্জ টু-কালিগঞ্জ ইজিবাইক চালানো নিয়ে দন্দ চলে আসছিল। এছাড়াও মাদ্রাসার জায়গা দলিল করার ঘটনাকে কেন্দ্র করে আজ সকালে সাবেক মেম্বর দেলোয়ার হোসেন ফকির, ছত্তার মিয়া, জামাল শেখ, কামাল হাজি, হাসান শেখ, সেরজন শেখ, মিন্টু ফকির, মিজানুর রহমান রামদা, লোহার রড, লাঠি সোঠা নিয়ে ইলিয়াস গ্রুপের লোকজনকে ধাওয়া দেয়। পরে তারা ইলিয়াস শেখের কাউকে না পেয়ে বাস্ট্রান্ডে নিরীহ ভ্যানচালক জামাল সরদারকে পিটিয়ে গুরুতর আহত করে। হাসপাতালে চিকিৎসারত জামাল সরদার বলেন, আমি নিরীহ মানুষ, রাস্তায় ভ্যান চালিয়ে খাই, কোনো দলাদলি বুঝিনা, কিন্তু মামুনের লোকজন আমাকে পিটিয়ে আহত করলো কেনো, আমি কি দোষ করেছি, আমি এঘটনার ন্যায় বিচার দাবি করি। কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ ওসি জিল্লুর রহমান জানান বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এঘটনায় কোনো অভিযোগ দেয়নি, বিষয়টি স্থানীয়ভাবে আপোষ মিমাংসা করা হবে। আজকালের খবর/একে |