শিরোনাম: |
চিরকুমার সংঘ সংস্করণ-২০২২
আনন্দমেলা প্রতিবেদক
|
![]() আসছে ঈদুল আজহায় ‘চিরকুমার সংঘ সংস্করণ-২০২২’ নাটক নির্মিত হয়েছে। এটি বাংলাভিশন ও ‘সিনেমাওয়ালা’ ইউটিউব চ্যানেলে দেখা যাবে। ‘চিরকুমার সংঘ সংস্করণ-২০২২’ নাটকে এবার অভিনয় করেছেন সামিরা খান মাহী, হাসান মাসুদ, সিদ্দিকুর রহমান, জামিল হোসাইন, কচি খন্দকার, সোহেল খানসহ অনেকেই। মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেন, ‘নাটকটি মূলত হাসির। সিরিয়াস হওয়ার মতো কিছু থাকবে না। দর্শকরা আনন্দ পাবেন।’ আজকালের খবর/আতে |