শিরোনাম: |
খালিয়াজুরীতে বন্যার্তদের চিকিৎসা দিচ্ছেন সেনাবাহিনী
নেত্রকোনা প্রতিনিধি
|
![]() বৃহস্পতিবার (৩০ জুন) বিকেলে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের মুসলিমপুর বাজারে অস্থায়ী মেডিকেল ক্যাম্প স্থাপনের মাধ্যমে তারা বিনামূল্যে পাঁচ শতাধিক মানুষের মাঝে প্রাথমিক চিকিৎসার ব্যাবস্থাপত্র ও ওষুধ দেন। সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের খালিয়াজুরী সেনা ক্যাম্প কমান্ডার মেজর জিসানুল হায়দার জানান, সম্প্রতি খালিয়াজুরীর বন্যা কবলিত মানুষের মাঝে সেনাবাহিনীর পক্ষ থেকে অব্যাহত ভাবে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় মুসলিমপুর বাজারে ওই মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়। এ মেডিকেল টিমের নেতৃত্ব দেন ১৯ পদাতিক ডিভিশনের মেডিকেল অফিসার মেজর এ এইচ এম রিয়াজুল ইসলাম। চিকিৎসা প্রদানে সহায়তায় ছিলেন খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সাহিরা সুলতানা রীমা ও ফওজিয়া বিনতে আলম শায়েলা। আজকালের খবর/বিএস |