মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
ছেলের নাম জানালেন সিয়াম
আনন্দমেলা প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুন, ২০২২, ৭:৪৩ PM
হালের ক্রেজ অভিনেতা সিয়াম আহমেদ দুই মাস আগেই পুত্রসন্তানের বাবা হয়েছেন। গত ২৬ এপ্রিল দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিত্রনায়কের স্ত্রী শাম্মা রুশাফি অবন্তি সন্তানের জন্ম দেন।

রবিবার (২৬ জুন) সিয়াম-অবন্তী দম্পতির সন্তান জন্মের দুই মাস পূর্ণ হয়েছে। গত দুই মাসে কখনো সন্তানের নাম প্রকাশ করেননি তারা। তবে এবার বেশ উচ্ছ্বাসের সঙ্গে সন্তানের নাম জানিয়েছেন ‘দহন’ সিনেমার এই নায়ক।

সোমবার (২৭ জুন) সোশ্যাল মিডিয়া ফেসবুকে ভেরিফাইড পেজে সন্তানের সঙ্গে একটি ছবি পোস্ট করেন সিয়াম। এ সময় নায়ককে পরনে সাদা শার্ট আর তার স্ত্রী অবন্তীকে লাল শাড়িতে দেখা গেছে।

একই সঙ্গে ছবিতে দেখা গেছে, ছেলেকে কোলে নিয়ে তার দিকে তাকিয়ে আছেন চিত্রনায়ক সিয়াম। পেছন থেকে তারকা স্বামীকে জড়িয়ে ধরে আছেন স্ত্রী অবন্তী। আর সিয়াম ক্যাপশনে তার ছেলের  নাম জানিয়ে লিখেছেন, ‘অভিভাবকত্বের দুই মাস। জোরাইজ আহমেদ জায়ানের সুখী বাবা-মা।’

সিয়াম এর আগেও কয়েকবার ছেলের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। তবে সেই সময় ছেলের মুখে কখনো স্টিকার লাগানো ছিল, আবার কখনো স্টিকার না থাকলেও হাত দিয়ে মুখ ঢাকা ছিল। আর এবার স্পষ্টভাবেই ছেলের ছবি প্রকাশ্যে আনলেন এবং নাম জানালেন নায়ক।

প্রসঙ্গত, সিয়াম প্রায় ১০ বছর প্রেমের পর ২০১৮ সালের ১৬ ডিসেম্বর জমকালো আয়োজনে প্রেমিকা অবন্তীকে বিয়ে করেন। তারপর গত এপ্রিলে তাদের কোলজুড়ে ফুটফুটে সন্তানের আগমন হয়।

আজকালের খবর/আতে