শিরোনাম: |
৫ হাজার টাকার টিকিট: বড়শিতে ৩০ কেজির কাতল
বরিশাল প্রতিনিধি
|
![]() এছাড়া ২০ কেজি ওজনের একটি পাঙ্গাস মাছও শিকার করেন তারা। বুধবার (২২ জুন) বিকেলে এ ঘটনা ঘটে। মাছ শিকারি রাজিব আহম্মেদ বলেন, আমরা কয়েক বন্ধু মিলে পাঁচ হাজার টাকায় টিকিট সংগ্রহ করে ৪৪ নম্বর সিটে বড়শি ফেলি। সকাল থেকে তেমন কোনো মাছ শিকার না হলেও বিকেল ৪টার দিকে টোপ ফেলতেই উঠে আসে বিশাল আকৃতির একটি কাতল মাছ। মাছটি নিস্তেজ করে ডাঙায় তুলতে এক ঘণ্টারও বেশি সময় লেগেছে। এছাড়া ২০ কেজি ওজনের পাঙ্গাশ মাছও ধরা পড়েছে। তিনি আরও বলেন, বিকেলের সময়টি মাছশিকারের জন্য উপযুক্ত। কারণ শুধু আমরাই না আশপাশের সিটের অন্য শিকারিরাও একই সময়ে ১২ কেজি ওজনের কাতল, ১০ কেজি ওজনের বিগহেডসহ বেশ কিছু বড় আকৃতির মাছ ধরতে পেরেছেন। তিনি বলেন, আমিসহ রাজু, আজিজ, বাপ্পি চৌধুরী ও শিপলু মিলে দুইদিনের টিকিট সংগ্রহ করেছি। বৃহস্পতিবার (২৩ জুন) আমাদের মাছ শিকারের সময় শেষ হবে। দুর্গাসাগর দিঘীর নিরাপত্তাকর্মী তপন লাল লস্কর বলেন, বড় মাছটি কেনার জন্য অনেকেই এসেছিলেন। কিন্তু যারা শিকার করেছেন তারা বিক্রি করেননি। আজকালের খবর/বিএস |