শিরোনাম: |
মোহনগঞ্জে সাজ্জাদুল হাসানের ত্রাণ বিতরণ অব্যাহত
মোহনগঞ্জ প্রতিনিধি
|
![]() বুধবার (২২ জুন) সাজ্জাদুল হাসান দ্বিতীয় দিনের মতো নেত্রকোনার জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশকে সঙ্গে নিয়ে মোহনগঞ্জ পৌর এলাকা এবং উপজেলার বন্যাকবলিত বিভিন্ন স্থান, ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট ও আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি আশ্রয়কেন্দ্রগুলোতে আশ্রয়গ্রহণকারী মানুষের সার্বিক পরিস্থিতি তদারকি করেন ও বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে রান্না করা খাবারসহ ত্রাণসামগ্রী বিতরণ করেন। ![]() এ সময় তার সঙ্গে ছিলেন মোহনগঞ্জ পৌর মেয়র লতিফুর রহমান রতন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নূর খান মিঠু, মোহনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ আকুনজি, খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আরিফুল ইসলাম, মোহনগঞ্জের সহকারী কমিশনার (ভূমি), থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, অন্যান্য দপ্তরের কর্মকর্তাগণ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এ বিষয়ে পৌর মেয়র লতিফুর রহমান রতন বলেন, সাজ্জাদুল হাসান একজন মানবিক নেতা। ঢাকায় থেকে মুঠোফোনের মাধ্যমে আমার কাছ থেকে সার্বিক বন্যা পরিস্থিতির খোঁজখবর নিয়েছেন। তার এক ভক্ত বন্যার সময় বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়ায় তার শোকতপ্ত পরিবারকে আমার মাধ্যমে দশ হাজার টাকার আর্থিক সহায়তা দিয়েছেন। তিনি ইতিমধ্যে শুধু পৌরসভার ভিতরেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় কেন্দ্র গুলোতে প্রায় আড়াই টন খাদ্য সামগ্রী বিতরণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ আকুঞ্জি বলেন, সাজ্জাদুল হাসান স্যার সারাক্ষণেই বানভাসি মানুষের খোঁজ খবর রাখছেন। তিনি গতকাল মঙ্গলবার ও আজ বুধবার বিভিন্ন ইউনিয়নে প্রায় ৯ টন ত্রাণ সামগ্রী বিতরণ করেন। ![]() আজকালের খবর/আরইউ |