শিরোনাম: |
অনুসন্ধানী সাংবাদিকতায় ডিআরইউ সদস্যদের প্রশিক্ষণ
নিজস্ব প্রতিবেদক
|
![]() বুধবার (০৮ জুন) রাজধানীর দারুস সালামে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে এই প্রশিক্ষণ কর্মশালাটি অনুষ্ঠিত হয়। ইনস্টিটিউটের অতিরিক্ত মহাপরিচালক ফায়জুল হকের সভাপতিত্বে কর্মশালায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- সিনিয়র সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল। অনুষ্ঠান সঞ্চালনা করেন- ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ অনুষ্ঠান) মো. মারুফ নাওয়াজ। বক্তব্য রাখেন ইনস্টিটিউটের পরিচালক (প্রশি: প্রকৌ.) মো. নজরুল ইসলাম। কর্মশালা সমন্বয় করেন ডিআরইউ’র তথ্য-প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক কামাল মোশারেফ। প্রধান আলোচক মনজুরুল আহসান বুলবুলের আলোচনায় অনুসন্ধানী সাংবাদিকতা কি এবং অনুসন্ধানী সাংবাদিকতার গুরুত্ব ও প্রতিবন্ধকতার বিভিন্ন বিষয় উঠে আসে। বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ৫৫ (পঞ্চান্ন) জন ডিআরইউ সদস্য এ কর্মশালায় অংশগ্রহণ করেন। আগামীতেও সাংবাদিকতার দক্ষতা বৃদ্ধির লক্ষে সময় উপযোগী আরো বিভিন্ন বিষয় নিয়ে ডিআরইউ ও জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট কাজ করবে বলে জানান, তথ্য-প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক কামাল মোশারেফ। আজকালের খবর/বিএস |