শিরোনাম: |
মান্দায় রাস্তা থেকে ১৩৭টি গুলির খোসা উদ্ধার
নওগাঁ প্রতিনিধি
|
![]() শনিবার (১৪ মে) সন্ধ্যায় উপজেলার নীলকুঠি মোড়ে রাস্তায় পড়ে থাকা একটি লাল শপিং ব্যাগে গুলির খোসাগুলো পাওয়া যায়। বিষয়টি নিশ্চিত করেন মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান। তিনি বলেন, সন্ধ্যার দিকে নওগাঁ- রাজশাহী মহাসড়কের নীলকুঠি মোড়ে রাস্তার ধারে একটি লাল ব্যাগ দেখতে পান স্থানীয়রা। এরপর ব্যাগটি খুলে গুলির খোসাগুলো দেখতে পেয়ে থানায় ফোন দেন তারা। পরে পুলিশ গিয়ে গুলির খোসাগুলো উদ্ধার করে। এ ব্যাপারে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি। আজকালের খবর/বিএস |