শিরোনাম: |
বৃষ্টিকাব্য ১
রায়হান উল্লাহ
|
অতীত ঘুরে আসি আহ অতীত নাড়িছেঁড়া দিন কেন যে সময় যায় প্রশ্নেরা ধারেকাছে উড়ে উড়ে কিছু বর্তমান অগুনতি অতীতও বৃষ্টি রিমঝিম ঝরছেই শহর ছেড়ে শহরে সুরলিত গরবে বৃষ্টি চল যাই হারিয়ে স্মৃতির শহরে না গেলেও আক্ষেপ নেই ওখানে আমার ঠিকই বসত তাইতো বৃষ্টির ফোটা করে বাহন বৃষ্টিতে ভিজে বৃষ্টি কাহন। আজকালের খবর/আরইউ |