শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
কিছু দিনের মধ্যে সবকিছুর দাম কমে আসবে: বাণিজ্যমন্ত্রী
রংপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ মে, ২০২২, ১০:৩৭ PM
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, কিছু দিনের মধ্যে সবকিছুর দাম কমে আসবে। তেল নিয়ে ব্যবসায়ীদের কারসাজি করতে দেওয়া হবে না। আমরা কঠোরভাবে বাজার মনিটরিং করছি। 

শুক্রবার (১৩ মে) রংপুরের পীরগাছা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে এ সম্মেলনের আয়োজন করা হয়। 

আওয়ামী লীগের সহযোগী সংগঠনকে শক্তিশালী করার আহ্বান জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, সৎ ও সততা নিয়ে আগামী দিনে পথ চলতে হবে। নম্র-ভদ্র নেতাকর্মীরা দলের জন্য এগিয়ে আসুন। আগামী দিনের নেতৃত্বে প্রমাণিত হবে আসল নেতার পরিচয়। 

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মোশাররফ হোসেন লিটনের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সিরাজুল ইসলাম প্রামাণিক। প্রধান বক্তা ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ধনজিৎ ঘোষ তাপস। 

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ,  সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, সহ-সভাপতি শামীম শাহরিয়ার, সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা ও আরিফুর রহমান টিটু, সদস্য তৌহিদুর রহমান সেলিম ও হারুন অর রশিদ, কৃষিবিদ আব্দুস সালাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হাকিম সরদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি তসলিম উদ্দিন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক মনোয়ারুল ইসলাম মাসুদসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।

সম্মেলনে অতিথিদের মতামতের ভিত্তিতে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের জাহেদুল ইসলামকে সভাপতি ও সুমন ওয়াহিদকে সাধারণ সম্পাদক ঘোষণা করেন কেন্দ্রীয় কমিটির সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ।

আজকালের খবর/বিএস 








সর্বশেষ সংবাদ
নান্দাইল পৌর সদরে এক রাতে তিন বাসায় চুরি
শিক্ষাবিদ নূরুল ইসলাম ভাওয়ালরত্নের ইন্তেকাল
নতুন বছরে জঙ্গি মোকাবিলায় প্রস্তুত র‌্যাব: ডিজি
বিএনপি নেতা খন্দকার মাহবুব হোসেন মারা গেছেন
২০২৩ হোক অগ্রযাত্রার আরেকটি বছর: সজীব ওয়াজেদ জয়
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কাজী নজরুল ইসলাম ও বাংলা গান
এভাবে চলে যেতে নেই
পরীমনির জীবনটা আমার জীবনের মতো: তসলিমা
নোয়াখালীতে একক আয়োজনে একসঙ্গে ১০ জুটির বিয়ে
জামায়াত-শিবিরের নৈরাজ্য মেনে নেবো না: ডিএমপি কমিশনার
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft