শিরোনাম: |
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৪৫
নিজস্ব প্রতিবেদক
|
![]() বৃহস্পতিবার (১২ মে) সকাল ৬টা থেকে শুক্রবার (১৩ মে) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ডিএমপির গণমাধ্যম শাখা থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ডিএমপি জানিয়েছে, এ সময় আটকদের কাছ থেকে এক হাজার ৬৫৫ পিস ইয়াবা, পাঁচ কেজি ৮৫৫ গ্রাম গাঁজা, ১১ গ্রাম হেরোইন, ১০২ বোতল ফেনসিডিল ও ১০৪ বোতল দেশি মদ জব্দ করা হয়। আটকদের নামে ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৩টি মামলা দায়ের করা হয়েছে। আজকালের খবর/বিএস |