শিরোনাম: |
স্বাস্থ্যসেবা নিশ্চিতে নার্সদের অধিকার সংরক্ষণের দাবি
গাজীপুর প্রতিনিধি
|
![]() বৃহস্পতিবার সকালে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে র্যালি ও সভা হয়। র্যালিটি উদ্বোধন করেন হাসপাতালের সেবা তত্ত্বাবধায়ক হালিমা বেগম। এতে প্রধান অতিথি শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যালের তপন কান্তি সরকার, বিশেষ অতিথি ছিলেন শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যালের অধ্যক্ষ আব্দুল কাদের, হাসপাতালের সহকারী পরিচালক ডা মো. শাহীন। এ সময় উপস্থিত ছিলেন নার্সিং সুপারভাইজার বেবি পাল, হাসনা হেনা, রোকেয়া আক্তার, মফিজ, সিনিয়র নার্স, হাবিবুর রহমান, রোকসানা, সাইফুল ইসলাম, দেলোয়ার হোসেন প্রমুখ। হাসপাতালের হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, নার্সিং এমন একটি পেশা যা সাধারণ জনগণের স্বাস্থ্য পরিচর্যা ও স্বাস্থ্য সচেতনতামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত। সাধারণত নারীরাই নার্সিং পেশায় বেশি জড়িত থাকেন। এখন পুুুরুষরাও এ পেশায় যুুুুক্ত হচ্ছেন। এ সময় বক্তারা স্বাস্থ্যসেবা নিশ্চিতে নার্সিং খাতে বিনিয়োগ বৃদ্ধি ও নার্সদের অধিকার সংরক্ষণের দাবি জানান। একে |