শিরোনাম: |
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সদস্যপদ পেলেন সংসদ সদস্য শিউলী আজাদ
মোজাম্মেল চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া
|
![]() এ উপলক্ষে বুধবার (১১ মে) দুপুরে শহরের মসজিদ রোডের একটি কনভেনশন হলে এক প্রীতি সমাবেশের আয়োজন করা হয়। ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সভাপতি রিয়াজউদ্দিন জামির সভাপতিত্বে সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন- প্রেসক্লাব সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন। এতে বিশেষ অতিথি ছিলেন- সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট নারী নেত্রী অ্যাড. তাসলিমা সুলতানা খানম নিশাত। অনুষ্ঠানে সদস্যপদ গ্রহণ শেষে সংসদ সদস্য শিউলী আজাদ বলেন- ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের আজীবন সদস্যপদ প্রাপ্তি আমার জন্য অত্যন্ত গৌরবের। ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব দেশের অন্যতম প্রেসক্লাব যেখানে সকল সাংবাদিকরা ঐক্যবদ্ধভাবে নিজেদের ক্ষুরধার লিখনের মাধ্যমে দেশ ও সমাজের উন্নয়নে কাজ করে যাচ্ছে। তিনি এসময় সকল সাংবাদিকদের শুভেচ্ছা জানান। আজকালের খবর/বিএস |