শিরোনাম: |
রাজধানীতে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের
নিজস্ব প্রতিবেদক
|
![]() নিহত উজির আহমেদের গ্রামের বাড়ি কুমিল্লার লাকসামে। তিনি কলাবাগান স্টাফ কোয়ার্টারে থাকতেন। নিহতের ছেলে আবদুল মাজেদ বলেন, সকালে আমার বোনের ছেলেকে মাদরাসায় দিয়ে আসতে বের হন বাবা। এসময় সিএনজিতে উঠতে গেলে ‘সাভার পরিবহন’ নামের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঢামেকের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি জানানো হয়েছে সংশ্লিষ্ট থানাকে। আজকালের খবর/এসএইচ |