শিরোনাম: |
কমলাপুরে মালবাহী কনটেইনারের আগুন নিয়ন্ত্রণে
নিজস্ব প্রতিবেদক
|
![]() শনিবার (০৭ মে) বিকেল ৩টা ৪০ মিনিটে এ অগ্নিকাণ্ড ঘটে। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণের কথা জানায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার জানান, কমলাপুরে রেলস্টেশনের ভেতরে একটি মালবাহী কনটেইনারে অগ্নিকাণ্ড ঘটে। বিকেল ৩টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে নিয়ন্ত্রণে যোগ দেয় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। পরে সদর দপ্তর থেকে ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। চারটি ইউনিটের চেষ্টায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি। এছাড়া হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আজকালের খবর/বিএস |