শিরোনাম: |
কিবরিয়া হত্যার সঠিক তদন্তে প্রভাবিতদের বিচার হবে : রেজা কিবরিয়া
নিজস্ব প্রতিবেদক
|
![]() বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) শাহ এ এম এস কিবরিয়ার ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বনানী তার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সুষ্ঠু বিচারের দাবি জানান তিনি। রেজা কিবরিয়া বলেন, আমাদের দল ক্ষমতায় গেলে আমার বাবা কিবরিয়া সহ সকল হত্যাকাণ্ডের বিচার করা হবে। যারা তদন্ত হতে দেয়নি এবং প্রভাবিত করেছে তাদেরও একদিন বিচারের আওতায় আনা হবে। গণঅধিকার পরিষদের সদস্য সচিব ভিপি নুরুল হক নুর বলেন, যদি ৪৩ বছর পর বঙ্গবন্ধু ও যুদ্ধাপরাধীদের বিচার হতে পারে তাহলে শাহ এ এম এস কিবরিয়া সহ অনান্য হত্যারও বিচার করা হবে। এতো বছরে কিবরিয়া সাহেবের হত্যার বিচার না হওয়া অত্যন্ত দুঃখজনক। গণঅধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব আতাউল্লার সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের রাশেদ খান, ফারুক হাসান, মহাফুজুর রহমান, ডা. শাহ আজাদ, যুবঅধিকারের মনজুর মোরশেদ, তারেক রহমান ও শ্রমিক অধিকারের আব্দুর রহমান। এসময় উপস্থিত ছিলেন- ব্যারিস্টার জিসান মহসিন, শেখ খায়রুল কবির, সোহরাব হোসেন সহ গণ, ছাত্র, যুব, শ্রমিক ও পেশাজীবী অধিকার পরিষদের নেতৃবৃন্দ। সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা শাহ এ এম এস কিবরিয়া হত্যাকাণ্ডের ১৭ বছর পূর্ণ হলো আজ ২৭ জানুয়ারি। এই দীর্ঘ সময়েও হত্যা মামলাটির বিচারকাজ শেষ হয়নি। উল্লেখ্য ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে ঈদ–পরবর্তী আওয়ামী লীগের এক জনসভা শেষে বের হওয়ার পথে গ্রেনেড হামলায় গুরুতর আহত হন সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া। চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান। ওই হামলায় তার ভাতিজা শাহ মঞ্জুরুল হুদা, আওয়ামী লীগের স্থানীয় নেতা আবদুর রহিম, আবুল হোসেন ও সিদ্দিক আলী নিহত হন। আহত হন ৭০ জন। আজকালের খবর/বিএস |