মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪
জোবায়ের মিলনের তিনটি কবিতা
সাহিত্য ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১, ৫:৩৩ PM
বিষণ্ন বিলাপ
বাবা থাকলে অনেক কথা বলতেন
এখন নৈঃশব্দ্যে ভরা ঘর-কবরের মতো;
আমি কবরে নেমে থাকি সারা দিন—
প্রিয়তমা ঘুম ভাঙিয়ে দিলে
মনে পড়ে লেবুঞ্চুস, চিনির ঘোরা, তক্তা বিস্কুট,
নতুন জামা, সাদা জুতা, মুঠো ভরা কয়েন—
তখন পাঁজর তলে বোগলায়-মিহিন হাহাকার।
আর ইমামের পাঠ করা তাকবীর
নিয়ে যায় আঙুল ধরা সকালে... আমি
 সেই সকালটা আর ফিরে পাই না, ইহজাগতিক
 কোনো বারান্দায়।

****
অতীত খসড়া

তোমাকে তারা পায়
যারা প্রত্যাশা করেনি দুঃস্বপ্নেও...
স্বপ্নের ভিতরে ছিলে বিশ্ব ভ্রমণের আনন্দ
অজেয়কে জয়ের হিম্মত
অনলে ঝাঁপ দেওয়ার দুর্দান্ত অভয়,
আকাক্সক্ষার মন্দির ছিলে শয্যা সান্নিধ্যে;
নীড় পাতনি অহংকারে।
অমূল্যে নয়, মূল্য দিয়ে কিনে নেয় যখন যে-কেউ,
বিলাপে ভেসে যায়-অবল নেত্র;
 শোক হয় মৃতপ্রায় পালকের জন্য।
তাই তারাই পাক, যারা পায় না সহজে
সহজেই লাল হয়ে ওঠো তুমি-ডুমুরের ফল!

****

সোনার বিস্কুট

কাঁচুলির নিচে লুকিয়ে রাখো সোনার বিস্কুট
অথচ আমি অর্থকষ্টে ভুগী সারা বছর
কী নির্দয় তুমি! কী পাষণ্ড তুমি!
পুঁজিবাদ আগলে রাখো উরুর ভাঁজে
নিতম্বে প্রকাশ করো ট্রাম্পিয়ান মতবাদ
নেতানিয়াহুর কৌশলে দখল করো অসহায়, দরিদ্র আমায়;
অথচ আশ্রয়হীন উদ্বাস্তু আমি।
তাকাও-
নিম্নবিত্ত এ আমার দিকে
হিমকাতর তহবিলে দান করো নাভির উষ্ণতা;
বেঁচে থাকি তোমার
উষ্ণতা আশ্রয় করে।
কার্পণ্য করে যদি না-ই দাও কিছু
ত্রিনদে যদি না-ই ভাসাও নাও
দৌলতে ভরা সিন্দুক দিয়ে কী করবে শুনি?
দুর্ভিক্ষ, খরায় হা হয়ে আছি
হাতের মুঠোয় তুলে দাও না তোমার রঙিন কৌমার্য?
চাতক পাখি আমি, চেয়ে আছি তৃষ্ণার্ত নেত্রে।
আজকালের খবর/টিআর








সর্বশেষ সংবাদ
নতুন জাত ও প্রযুক্তি উদ্ভাবনে বিজ্ঞানী ও কৃষি শ্রমিকদের অবদান রয়েছে: কৃষিমন্ত্রী
ভোটের প্রচারণায় এগিয়ে মনোজ বৈদ্য
ডিজিটাল নিরাপত্তা আইন প্রয়োগে সমতা চায় টিআইবি
স্বাগতম ২০২২, বিদায় ২০২১
প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি সুন্দরবন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সুবাহর শরীরে নির্যাতনের চিহ্ন
তাদের মাখো মাখো ‘প্রেমের প্রাসাদ’!
‘আমাকে জায়গা দিন, এটা আমার প্রাপ্য’ : লালকেল্লার দাবিদার মোগল সম্রাজ্ঞী
চা দোকানিকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা
ভোটের প্রচারণায় এগিয়ে মনোজ বৈদ্য
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft