শনিবার ২০ এপ্রিল ২০২৪
ঈদে জাহাঙ্গীর-আঁখি’র স্বল্পদৈর্ঘ চলচ্চিত্র ‘অভিশাপ’
আনন্দমেলা প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৪ মে, ২০২১, ১২:৫৮ AM
জাহাঙ্গীর ও আঁখি

জাহাঙ্গীর ও আঁখি

আজ ১৪ মে (শুক্রবার) দুপুর ১২ টায় আরএসএল মিডিয়া প্রোডাকশন ইউটিউব চ্যানেলে জাহাঙ্গীর-আঁখি'র স্বল্পদৈর্ঘ চলচ্চিত্র ‘অভিশাপ’ প্রকাশ হতে যাচ্ছে । ‘অভিশাপ রচনা করেছেন রণক ইকরাম। পরিচালনা করেছেন সোহেল রানা।

এই স্বল্পদের্ঘ্য  চলচ্চিত্রে একটি গান রয়েছে ‘অন্তর জ্বইলা যায়’  শিরোনামে। গানে কন্ঠ দিয়েছেন প্রতিক হাসান। এর গীতাকার জান্নাতুল ফেরদৌস মিলা। সুরকার এআর রাব্বি, মিউজিক করেছেন রানা আকন্দ। গানটি কোরিওগ্রাফিতে ছিলেন  হাবিব। 

এ গল্পে দেখা যাবে-সম্পা নামে একটি মেয়েকে প্রচন্ড ভালোবাসে আলভী নামে ছেলে। আলিফ সম্পাকে ভালোবেসে পাগলের মত। ছবি আঁকে রাস্তায় দাঁড়িয়ে। সম্পা একদিন আলিফের বন্ধুদেরকে  জিজ্ঞেস করে কি হয়ছে। বন্ধুরা বলে গাড়ি এক্সিডেন্ট করার পর থেকে পাগল হয়ে যায়।তারপর ঘটনা দেখতে হলে  চোখ রাখতে হবে আরএসএল মিডিয়া ইউটিউব চ্যানেলটিতে।

এ প্রসঙ্গে অভিনেতা, গায়ক, প্রযোজক জাহাঙ্গীর কবির বলেন, দারুণ একটি গল্পের কাজ করলাম। স্বল্পদৈর্ঘ্যটির গল্প ভিন্ন ধাঁচের আশা করি সবার ভালো লাগবে। বাকিটা আপনারা বিচার করবেন। সবাইকে ভিন্ন কিছু উপহার দিতে পেরে আমি আনন্দিত। 

অভিনেত্রী শারমিন আঁখি বলেন, স্বল্পদৈর্ঘ্যতে খুব কম কাজ করা হয়। এই গল্পটি শুনে ভালো লেগে গেলো। তাই কাজ করলাম। বাকিটা ঈদে দেখে দর্শকরা বিচার করবেন। এখান থেকে শেখার অনেক কিছু আছে। সবাইকে দেখার অনুরোধ জানাচ্ছি।

চলচ্চিত্রটিতে অভিনয়ে করেছেন-জাহাঙ্গীর কবির, শারমিন আঁখি, ইমরান হাসু, ফারদিন, সোহান, সিনা নূর প্রমুখ।

আজকালের খবর/আতে








সর্বশেষ সংবাদ
নতুন জাত ও প্রযুক্তি উদ্ভাবনে বিজ্ঞানী ও কৃষি শ্রমিকদের অবদান রয়েছে: কৃষিমন্ত্রী
ভোটের প্রচারণায় এগিয়ে মনোজ বৈদ্য
ডিজিটাল নিরাপত্তা আইন প্রয়োগে সমতা চায় টিআইবি
স্বাগতম ২০২২, বিদায় ২০২১
প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি সুন্দরবন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সুবাহর শরীরে নির্যাতনের চিহ্ন
তাদের মাখো মাখো ‘প্রেমের প্রাসাদ’!
‘আমাকে জায়গা দিন, এটা আমার প্রাপ্য’ : লালকেল্লার দাবিদার মোগল সম্রাজ্ঞী
চা দোকানিকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা
ভোটের প্রচারণায় এগিয়ে মনোজ বৈদ্য
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft